ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, হেরেছে বার্বাডোজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, হেরেছে বার্বাডোজ ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব-ছবি:সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক লড়াই শেষে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ১ রানে হেরেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। যদিও বার্বাডোজের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটে-বলে দারুণ খেলেছেন সাকিব আল হাসান। তবে তার এমন দুর্দান্ত পারফরম্যান্সও জয়ের জন্য যথেষ্ট ছিল না।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ব্রিজটাউনে আসরের ২৫তম ম্যাচে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথমে ব্যাট করা সেন্ট কিটস নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে।

জবাবে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৪৮ করতে পারে বার্বাডোজ।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার জনসন চার্লসকে (১৩) হারায় বার্বাডোজ। তৃতীয় উইকেটে মাঠে আসেন সাকিব। আর এসেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। খেলেন দলীয় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস। ২৫ বলে তিনটি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজিয়ে কার্লোস ব্র্যথওয়েটের বলে বিদায় নেন।

পরে দলের মিডঅলর্ডার পুরোপুরি ব্যর্থ হলে জয়ের আশা ছেড়েই দিয়েছিল বার্বাডোজ। কিন্তু শেষদিকে রেমন রেইফার ছোটখাট ঝড় তুলে ফের আশা জাগান। তবে শেষ পর্যন্ত এক রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়। রেইফার ১৮ বলে তিনটি ছক্কায় ৩৪ করে রান আউট হন। সেন্ট কিটসের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান শেলডন কোটরেল ও ব্র্যাথওয়েট।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শামারাহ ব্রুকসের ৫৩ রানে ভর করে ১৪৯ রানে ইনিংস গড়ে সেন্ট কিটস। ৩৩ বলে ৬টি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজান ব্রুকস।  

অসাধারণ বল করা সাকিব ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। যদিও হেইডেন ওয়ালশ ও হ্যারি গার্নি দুটি করে উইকেট ভাগাভাগি করে নেন।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।