ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে হারলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
ভারতের বিপক্ষে হারলো বাংলাদেশের মেয়েরা বাংলাদেশ নারী ক্রিকেট দল: ছবি-সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। যার ফলে শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। তবে শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে পারলো না বাংলাদেশ মহিলা ‘এ’ দল। ভারত মহিলা ‘এ’ দলের বিপক্ষে ৩০ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। 

সোমবার (১৪ অক্টোবর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংযে নামে ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রান তুলে তারা।

ভারতের হয়ে ২৮ রানে অপরাজিত ছিলেন তেজাল হাসাবনিস। ১৯ রান এসেছে দেভিকার ব্যাট থেকে। ১৮ রান করেছেন ভাটিয়া।  

বাংলাদেশের হয়ে ১২ রানে ৩ উইকেট নেন খাদিজাতুল কুবরা। মুমতা হেনা হাসনাত ১৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেটে।  

১১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় ৯ উইকেটে ৮১ রানে থেমে যায় বাংলাদেশের মেয়েদের ইনিংস। স্কোরবোর্ডে ৩৫ রান জমা পড়তেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুন ও নুসরাত টুম্পা জুটি গড়েন ৩০ রানের। তবে শেষদিকে দাঁড়াতে পারেননি কেউ। সর্বোচ্চ ১৫ রান এসেছে টুম্পার ব্যাট থেকে। শায়লা ও শোভনা নিয়েছেন ১২ রান করে।  

ভারতের হয়ে ৮ রানে ৩ উইকেট শিকার করেছেন তানুজা কানওয়ার। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও ওঠেছে তার হাতে।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।