ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

টানা দুই জয়ে কাবাডি চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
টানা দুই জয়ে কাবাডি চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে বাংলাদেশ ...

গ্রুপ পর্বে টানা দুই জয়ে জুনিয়র ওয়ার্ল্ড কাবাডি চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে চাইনিজ তাইপেকে ৪৮-৩৬ পয়েন্টে হারিয়ে গ্রুপ সেরা হয় বাংলাদেশের যুবারা।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইরানের কিশ আইল্যান্ডে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় নিজেদের দুই ম্যাচেই জয় তুলে নিল বাংলাদেশ।

এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ।

৮৪-১১ পয়েন্টে জেতা বাংলাদেশ টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।