আটলান্টার বিপক্ষে বল দখলের লড়াইয়ে হিগুয়েন: ছবি-সংগৃহীত
২০২০ ইউরো বাছাই পর্বে দুর্দান্ত খেললেও আন্তর্জাতিক বিরতির পর জুভেন্টাসের প্রথম ম্যাচে মাঠে নামেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ উইঙ্গারের পরিবর্তে আক্রমণের দায়িত্বটা সামলে তুরিনের বুড়িদের জয় এনে দিয়েছেন দুই আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন ও পাওলো দিবালা। আটলান্টার মাঠে পিছিয়ে পড়েও হিগুয়েনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতে সিরি’আ লিগের চলতি মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে মাউরিসিও সারির শিষ্যরা।
শনিবার (২৩ নভেম্বর) ম্যাচের শুরু থেকে সমানতালে লড়ে যায় দু’দল। প্রথমার্ধে একের পর এক আক্রমণের ঝড় তুললেও গোলের দেখা পায়নি দু’দলের কেউ।
তবে বিরতি থেকে ফিরে ঘরের দর্শকদের উল্লাসে ভাসান রবিন গোসেনস। বারোর পাস থেকে আটলান্টাকে এগিয়ে দেন এই জার্মান ডিফেন্ডার।
পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়ায় জুভেন্টাস। ৭৪ মিনিটে মিরালেম পিয়ানিচের পাস থেকে জুভদের সমতায় ফেরান হিগুয়েন। এরপর ৮২ মিনিটে জুভেন্টাসে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। যোগ করা সময়ে আটলান্টার জালে শেষ বলটি জড়িয়ে দেন দিবালা।
এই জয়ে ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৭ পয়েন্ট সিরি’আ লিগের শীর্ষস্থানটা ধরে রেখেছে জুভেন্টাস।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।