আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমুন্ডু ও পোখরায় শুরু হতে যাচ্ছে গেমসের ১৩তম আসর। যা দক্ষিণ এশিয়ার অলিম্পিক হিসেবে পরিচিত।
১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে নেপালের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করবে দল দুটি। কোচ, ম্যানেজার, প্রশিক্ষক সহ দুই দলে মোট থাকছেন ৪০ জন।
এবারের আসরে পুরুষ দল আছে পুল ‘এ’তে। যেখানে বাংলাদেশ ছাড়াও আছে ভারত এবং মালদ্বীপ। আর পুল ‘বি’তে আছে পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা।
এদিকে, বাংলাদেশের মেয়েরা আছে পুল ‘বি’তে। যেখানে আরও আছে নেপাল এবং শ্রীলঙ্কা। আর পুল ‘এ’তে আছে ভারত, পাকিস্তান এবং মালদ্বীপ।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআরপি