ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

তিনধাপ পিছিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, নভেম্বর ২৯, ২০১৯
তিনধাপ পিছিয়েছে বাংলাদেশ ছবি: সংগৃহীত

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে তিনধাপ পিছিয়েছে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার দলটি পয়েন্ট হারিয়েছে পাঁচটি। যদিও বিশ্বকাপ বাছাইয়ে দারুণ পারফর্ম দেখিয়ে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ড্র করেছিল জেমি ডে’র শিষ্যরা।

ভারত ম্যাচের পর চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে ওমানের মাঠে খেলতে নেমে ৪-০ গোলে হারে বাংলাদেশ। তার প্রভাব পড়েছে সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে।

গত মাসে ৯২০ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠেছিল বাংলাদেশ। আবারও লাল-সবুজের জার্সিধারীদের নেমে যেতে হয়েছে ১৮৭তম স্থানে। এবার পয়েন্ট ৯১৫।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার র্যাঙ্কিংয়ে সেরা দশে নতুন কোনো দেশ জায়গা করে নিতে পারেনি। আগের অবস্থানেই আছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা। শীর্ষে আছে বেলজিয়াম।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।