বাংলাদেশ ও শ্রীলঙ্কা আগেই ফাইনাল নিশ্চিত করেছে। ফলে ত্রিভূবন ক্রিকেট গ্রাউন্ডে রোববারের (০৮ ডিসেম্বর) ম্যাচটি ছিল নিয়মরক্ষার ও মহড়া ম্যাচ।
১৫১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লঙ্কান ওপেনার নিশান ফার্নান্দোকে ফেরান মেহেদি হাসান রানা। তবে বাংলাদেশ পুরো বোলিং বিভাগে এই একটি সাফল্যই পায়। কেননা পাথুম নিশাঙ্কা ও লাসিথ করুসপুল্লের অপরাজিত হাফসেঞ্চুরিতে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। নিশাঙ্কা ৫২ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৭ করেন। আর করুপুল্লে ৪১ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৭৩ করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে বিশ্রাম দিয়ে খেলতে নামা বাংলাদেশ। দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও এ ম্যাচের নেতৃত্বে থাকা সাইফ হাসান দলীয় ১৩ রানে ফিরে যান। মাঝে মাহিদুল ইসলাম অঙ্কন ৩৮ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৪৪ করেন। আর শেষ দিকে দারুণ ব্যাটিং করে হাফসেঞ্চুরির দেখা পান ইয়াসির আলী। তিনি ৪৫ বলে ৫টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৫১ রান করেন। জাকির হাসান ১৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন।
লঙ্কান বোলারদের মধ্যে আসিথা ফার্নান্দো দুটি উইকেট পান। এছাড়া কাভিশকা আনজুলা ও জেহান ড্যানিয়েল একটি করে উইকেট দখল করেন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এমএমএস