ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

বিপিএল খেলতে ক্রিকেটাররা চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
বিপিএল খেলতে ক্রিকেটাররা চট্টগ্রামে বিপিএল খেলতে চট্টগ্রামে খেলোয়াড়রা

চট্টগ্রাম: বঙ্গবন্ধু বিপিএল খেলতে বন্দরনগরী চট্টগ্রামে এসে পৌঁছেছেন ৭টি দলের ক্রিকেটাররা।

রোববার (১৫ ডিসেম্বর) বিমানের কয়েকটি ফ্লাইটে শাহ আমানত বিমান বন্দরে এসে পৌঁছান তারা। পরে বিশেষ নিরাপত্তায় নগরের তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এবং পেনিনসুলায় নিয়ে আসা হয় ক্রিকেটারদের।

পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্স দলের ক্রিকেটাররা।

অন্যদিকে নগরের জিইসি এলাকায় হোটেল পেনিনসুলায় অবস্থান করছেন রাজশাহী রয়্যালস এবং সিলেট থান্ডারের ক্রিকেটাররা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে নগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কয়েকটি ভাগে অনুশীলন করার কথা রয়েছে এসব ক্রিকেটারদের।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) খুলনা টাইগার্স এর সঙ্গে রাজশাহী রয়্যালস এর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল চট্টগ্রাম আসর। ২৪ ডিসেম্বর কুমিল্লা ওয়ারিয়র্স ও রাজশাহী রয়্যালস এর ম্যাচ শেষে বিপিএল ফের ফিরবে ঢাকায়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।