ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে দুই ম্যানচেস্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে দুই ম্যানচেস্টার ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে দুই ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ লিগ কাপ বা কারাবাও কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। কোলচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ। আর অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় ম্যানসিটি।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শেষ আটের লড়াইয়ে শুরুটা অবশ্য ভালো হয়নি ওলে গুনার সুলশারের শিষ্যদের। প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি দলটি।

তবে দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে তিনটি গোল দিয়ে বড় জয় নিশ্চিত করে রেড ডেভিলসরা।

৫১ মিনিটে মার্কাস রাশফোর্ড গোল করে ম্যানইউকে লিড পাইয়ে দেন। পাঁচ মিনিট পর প্রতিপক্ষের জ্যাকসনের আত্মঘাতি গোলে ব্যবধান বাড়ে। আর ৬১ মিনিটে আঁতোয়া মার্শিয়ালের গোলে জয় নিশ্চিত হয়।

অন্য ম্যাচে ২২ মিনিটে জোয়াও ক্যানসেলোর গোলে লিড পেলেও বিরতির ঠিক পরে প্রতিপক্ষের টেইলরের গোলে সমতায় থাকে ম্যানসিটি। কিন্তু ৫০ ও ৭০ মিনিটে জোড়া গোল পূর্ণ করে শেষ চার ঠিক করেন রাহিম স্টারলিং।

এই কারাবাও কাপের সেমিফাইনালে জায়গা পাওয়া অন্য দুটি দল হলো অ্যাস্টন ভিলা ও লেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।