ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

বরিশালে সরকারি কর্মকর্তা সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
বরিশালে সরকারি কর্মকর্তা সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

বরিশাল: বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৭তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরের বঙ্গবন্ধু উদ্যানে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস।

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জেরান্ড অলিভার গুডা, জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ মজুমদার, বরিশাল জেলার ১০টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি)  সহ ১০টি উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।