ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিরাপদে লাহোর পৌঁছেছেন টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
নিরাপদে লাহোর পৌঁছেছেন টাইগাররা লাহোরের আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিরাপদে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে লাহোরের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মাহমুদউল্লাহর দল।

এর আগে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (চার্টার্ড ফ্লাইট) করে ঢাকা ছাড়ে মাহমুদউল্লাহবাহিনী।

ঢাকা থেকে সরাসরি পাকিস্তানের কোনো ফ্লাইট নেই। তাই নিরাপত্তাজনিত কারণে আর দীর্ঘ ভ্রমণের ঝামেলা কমাতেই ক্রিকেটারদের জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তানে পৌঁছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঐচ্ছিক অনুশীলন করবে টাইগাররা। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ জানুয়ারি (শুক্রবার) প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি, ২৩, ২০২০
আরএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।