এ জয়ে চলমান আসরে দারুণ এক কীর্তিও গড়ল লিভারপুর। ২০১৯-২০ মৌসুমে অংশগ্রহণ করা প্রতিটি দলের বিপক্ষেই জয় তুলে নিল অল রেডস খ্যাত দলটি।
বুধবার ওয়েস্টহ্যামের মাঠে আতিথেয়তা নিতে গিয়ে আধিপত্য বিস্তার করেই খেলে লিভারপুল। আর ম্যাচের ৩৫তম মিনিটে প্রতিপক্ষকে সামলাতে গিয়ে নিজেদের অংশে ডিভোগ ওরিগিকে ফাউল করে বসে স্বাগতিকরা। ফলে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। আর সেখান থেকেই গোল করে সফরকারী লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। চলমান লিগে ১২তম গোল করলেন এই মিশরীয়।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় লিভারপুল। ফলে দ্রুতই ব্যবধান বাড়াতে সক্ষম হয় দলটি। ৫২তম মিনিটে সালাহ’র কাছ থেকে বল পেয়ে গোল করতে কোনো ভুল করেননি চেম্বারলাইন। ম্যাচের শেষ দিকে আরও কয়েকটি সুযোগ পেলেও গোল করতে না পারায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুর।
লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুল ২৪ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে ৭০ পয়েন্ট। ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমএমএস