ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বড় জয়ে কোপা দেল রে’র শেষ আটে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
বড় জয়ে কোপা দেল রে’র শেষ আটে রিয়াল ছবি:সংগৃহীত

কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল জারাগোজাকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন রাফায়েল ভারানে, লুকাস ভাসকুয়েস, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা।

বুধবার আক্রমণাত্মক খেলা রিয়াল ম্যাচের শুরুতেই এগিয়ে যায় । ষষ্ঠ মিনিটে টনি ক্রুসের পাস থেকে দলকে লিড এনে দেন ভারানে।

আর ৩২তম মিনিটে সেই ক্রুসের অ্যাসিস্টেই ব্যবধান বাড়ান ভাসকুয়েস।

বিরতির পর দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে হামেস রদ্রিগেসের সহায়তায় জালের দেখা পান ভিনিসিয়াস। পরে ৭৯ মিনিটে জারাগোজার কফিনে শেষ পেরেকটি ঠুক দলের বড় জয় নিশ্চিত করেন বেনজেমা।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।