ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড আগের ম্যাচেই করে ফেলেছে ভারত। দ্বিতীয় ম্যাচ হেরে সেটাই আরও একটু বাড়িয়ে নিল দলটি।
অন্যদিকে ২০১৪ সালের পর এই প্রথম ভারতের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড। এর আগে ২০১৬, ২০১৭ এবং ২০১৯ সালে সিরিজ জিতেছিল ভারত।
এছাড়া এই ম্যাচে একটা রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের কাইল জেমিয়েসন। ওয়ানডে অভিষেকেই ম্যাচ সেরা হওয়া মাত্র দ্বিতীয় কিউই ক্রিকেটার এখন এই কিউই পেস অলরাউন্ডার। এর আগে ২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারারেতে ম্যাচ সেরা হয়েছিলেন রব নিকোল।
ভারতের হয়েও একটি কীর্তি গড়েছেন রবীন্দ্র জাদেজা। তার ব্যাটেই একসময় জয়ের স্বপ্ন দেখছিল ভারত। তবে ম্যাচ জেতানো সম্ভব না হলেও ভারতের হয়ে সাত নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি ফিফটির মালিক এখন জাদেজা। ওয়ানডেতে এই পজিশনে তার ফিফটি ৭টি। ৬টি করে ফিফটি আছে মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেবের দখলে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এমএইচএম