ইস্ট লন্ডনে প্রথমে ব্যাট করা দ.আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে ইংলিশদের জয়ের জন্য ৭ রানের দরকার হয়।
১৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনার জেসন রয় ও অধিনায়ক ইয়ন মরগানের হাফসেঞ্চুরিতে শেষ পর্যন্ত লড়াই করেও পেরে ওঠেনি ইংল্যান্ড। রয় ৩৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭০ রান করেন। আর ৩৪ বলে ৭ চার ও এক ছক্কা হাঁকিয়ে ৫২ রান করেন মরগান।
এনগিডি সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন। আন্দিলে ফেলুকায়ো ও বেউরান হেনড্রিক্স দুটি করে উইকেট দখল করেন। এক উইকেট পান ডেল স্টেইন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক দ.আফ্রিকার হয়ে কোনো ব্যাটসম্যান ফিফটি না করলেও টপঅর্ডার সবার মাঝারি ইনিংসে ভালো সংগ্রহ পায় তারা। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনিংয়ে নামা টেম্বা বাভুমা। আর ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেনের ব্যাট থেকে আসে সমান ৩১ রান করে।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএমএস