ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

মায়ের নতুন প্রেমকে মেনে নিয়ে শুভকামনা জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
মায়ের নতুন প্রেমকে মেনে নিয়ে শুভকামনা জানালেন নেইমার নেইমারের মা নাদিন ও তার প্রেমিক থিয়াগো

নতুন প্রেমে জড়িয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের মা নাদিন গন্সালভেস। ৫২ বছর বয়সী নাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জানিয়ে দিয়েছেন, ২২ বছর বয়সী এক তরুণের সঙ্গে ডেটিংয়ে কথা। 

খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ জনপ্রিয় গণমাধ্যম মার্কা।  

নেইমারের মায়ের নতুন প্রেমিকের নাম থিয়াগো রামোস।

বয়সে নেইমারের চেযে ৬ বছরের ছোট থিয়াগো এক সময় ফুটবলও খেলতেন। তবে বর্তমানে তিনি এখন ফ্রি ফায়ার দলের এক গেমার ও মডেল।  

বয়সে ছোট হলেও পিএসজি তারকা নেইমার অনুমোদন দিয়েছেন তার মা নাদিন ও থিয়াগোর নতুন সম্পর্ককে।  

নিজের ইন্সটাগ্রামে ২৮ বছর বয়সী সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড মায়ের নতুন সম্পর্ককে শুভকামনা জানিয়ে লেখেন, ‘সুখি হও মা, তোমাকে ভালোবাসি। ’

সঙ্গে পোস্টের উপরে জুড়ে দেন একটি ‘লাভ ইমোজি’ও।

নেইমারের পিতার সঙ্গে নাদিনের ২৫ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে ২০১৬ সালে। এরপর থেকে একাই ছিলেন নেইমারের মা।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।