ভারত ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ঘরে তোলে ২৮ বছর পর। আর এই শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান ছিল যুবরাজের।
যুবরাজ বলেন, ‘তখন সুরেশ রায়না প্রচুর সমর্থন পেত, কেননা তার সমর্থনে এমএস (ধোনি) ছিল। সব অধিনায়কেরই ফেভারিট ক্রিকেটার থাকে আর আমার মনে হয় সেসময় রায়না ছিল ধোনির পছন্দের। তখন ইউসুফ পাঠানও ভালো খেলছিল এমনকি আমিও ভালো করছিলাম এবং উইকেটও তুলে নিচ্ছিলাম। যদিও রায়না ভালো ফর্মে ছিল না। সেসময় দলে কোনো বাঁহাতি স্পিনার ছিল আর আমি উইকেট পাচ্ছিলাম। ফলে আমাকে দলে না নিয়েও পারেনি। ’
এদিকে ভারতীয় ক্রিকেটে সবচেয় সফল অধিনায়ক ধোনিকে মানা হলেও, যুবরাজের কাছে সৌরভ গাঙ্গুলীই সেরা। তিনি বলেন, ‘সৌরভ গাঙ্গুলীই আমার ফেভারিট অধিনায়ক। আমি যত অধিনায়কের নেতৃত্বে খেলেছি, তাদের মধ্যে সেই আমাকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছেন। ’
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এমএমএস