ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ক্যারিয়ার শুরু করা ওয়াটসন ১৯৬৬-৬৭ মৌসুমে ডাগ ওয়াল্টারের পরিবর্তে রোদেশিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরে অজি দলে ডাক পান। এই সফরে কেপটাউন টেস্টে অভিষেকে প্রথম ইনিংসে ৫০ করেন ওয়াটসন।
বোলিংয়ে প্রথম ইনিংসে ১১ ওভার বল করেও কোনো উইকেট পাননি ওয়াটসন। তবে অ্যাঙ্কেলের ইনজুরির কারণে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। আর এই চোটেই পরের টেস্ট থেকে ছিটকে যান তিনি।
সিরিজের চতুর্থ টেস্টেই অবশ্য জোয়ান্নেসবার্গে ফিরেন ওয়াটসন। যেখানে ক্যারিয়ার সেরা ৬৭ রানে ২ উইকেট পান। কিন্তু পোর্ট এলিজাবেথ টেস্টে ব্যাট ও বলে কোনো ভূমিকা রাখতে না পারায় অস্ট্রেলিয়া সিরিজে হার মানে।
ইনজুরির কারণে অবশ্য জাতীয় দলের ক্যারিয়ার লম্বা করতে পারেননি ওয়াটসন। তবে নিউ সাউথ ওয়েলসের হয়ে ১০৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে পেরেছেন।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এমএমএস