ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

করাচি বোমা হামলা: কিউই ক্রিকেটারদের কাঁদতে দেখেছেন ইনজামাম 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মে ৫, ২০২০
করাচি বোমা হামলা: কিউই ক্রিকেটারদের কাঁদতে দেখেছেন ইনজামাম  ইনজামাম-উল-হক/সংগৃহীত ছবি

২০০২ সালে পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শেষ হওয়ার পর করাচিতে হাজির হয়েছিল দুই দল। কিন্তু দ্বিতীয় টেস্ট শুরুর আগেই এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে। ঘটনাটি যেখানে ঘটেছিল তার একদম কাছেই ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের টিম হোটেল। এতদিন পর সেই দুঃসহ স্মৃতির অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তৎকালীন পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক।

সেবার সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। সেই ম্যাচ ৩২৪ রানের বিশাল ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

অধিনায়ক ইনজামাম একাই এক ইনিংসে তৎকালীন রেকর্ড ৩২৯ রান করেছিলেন। এরপর করাচিতে দুই দল দ্বিতীয় ম্যাচের সব প্রস্তুতি সম্পন্ন করে মাঠে নামার আগে সকালের নাস্তা সেরে নিচ্ছিল। এর মধ্যেই সবার চোখের সামনেই ঘটে বোমা হামলার ওই ঘটনা। বিস্ফোরণে ১১ জন্য ফরাসি প্রকৌশলী মারা যান।

ইনজামাম বলেন, 'আমরা যখন করাচিতে যাই তখন সেখানে বোমা বিস্ফোরণ হয়। লাহোরে প্রথম টেস্ট শেষে করাচিতে যাওয়ার পর এই ঘটনা ঘটে। আল্লাহর কাছে শোকরিয়া যে কোনো খেলোয়াড়ের ইনজুরি হয়নি। এটা একটা ভয়ানক দিন ছিল। বোমা হামলার ঘটনা যেদিকে ঘটে সেদিকেই আমার হোটেল রুম ছিল। ঘরের আয়না ভেঙে রুমের একদিক থেকে আরেক দিকে উড়ে গিয়েছিল। এটা ওই দিকের প্রায় সব রুমেই হয়েছিল। আমি দৌড়ে নিচে গিয়ে দেখলাম নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সুইমিং পুলে বসে কাঁদছে। '

'আমি নিজের চোখেই হামলার ঘটনা দেখলেও পুলিশের কাছে ঘটনা জানতে চাইলাম। তারা বলল এটা বোমা হামলা এবং আমাকে নিচে নেমে যেতে বলল। ওইদিনই নিউজিল্যান্ডের ক্রিকেটাররা দেশে ফিরে গেল এবং এমনকি আমাদের খেলোয়াড়রাও কমপক্ষে এক সপ্তাহ ঘুমাতে পারেনি,' যোগ করেন পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক।

লাহোরে নিজের ৩২৯ রানের ইনিংসের স্মৃতিচারণ করতে গিয়ে 'মুলতানের সুলতান' বলেন, '৩২৯ আমার জন্য অনেক স্মৃতিময় একটা ইনিংস ছিল কারণ ওটা আমার সবচেয়ে বড় ইনিংস। এটার আরও বিশেষত্ব হলো সেদিন অনেক গরম ছিল। ইমরান নাজিরও সেঞ্চুরি হাঁকিয়েছিল এবং আমরা তখন দুর্দান্ত খেলছিলাম। আমি যখন ইনিংস বড় করছিলাম বেচারা কিউই খেলোয়াড়রা তখন প্রচণ্ড ক্লান্ত। আমি যখন ৩০০ পার করলাম ওদের শরীরী ভাষা বলছিল তুমি যত খুশি রান করো, শুধু আমাদের যেতে দাও। '

সেবার বিশ্বরেকর্ড গড়ার সুযোগ পেয়েও না করতে পারায় বলে কিছুটা আক্ষেপ প্রকাশ করে ইনজামাম বলেন, 'আমার সঙ্গে আর একজন ব্যাটসম্যান থাকতো এবং আমারা যদি ৫-৬ উইকেট হারাতাম, তাহলে বিশ্বরেকর্ড গড়তে পারতাম বলেই মনে হয়। অনেক সময় ছিল হাতে এবং রানও দ্রুত আসছিল। হয়তো আমি ৪০০ ছাড়িয়ে যেতেও পারতাম। আর মাত্র ১ ঘণ্টা খেলতে পারলেও বিশ্বরেকর্ড গড়ে ফেলতে পারতাম। '

দুই বছর পরেই ৪০০ রানের বিশ্বরেকর্ড গড়েন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।