ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-রোনালদোর পরে ফুটবল বিশ্ব শাসন করবেন নেইমার-এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ১০, ২০২০
মেসি-রোনালদোর পরে ফুটবল বিশ্ব শাসন করবেন নেইমার-এমবাপ্পে মেসি-রোনালদো

গত এক দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্ব শাসন করছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দু’জনে ব্যালন ডি’অর জিতেছেন মোট ১১ বার। তার মধ্যে রেকর্ড ছয়বার ব্যক্তিগত বিশ্বসেরা নৈপুণ্যের এই এই পুরস্কার জিতেছেন মেসি। রোনালদো জিতেছেন পাঁচবার। 

ফুটবল ইতিহাসের অন্যতম দুই সেরা তারকা ইতোমধ্যে চলে এসেছেন ক্যারিয়ারের সায়াহ্নে। তাদের পর কাদের হাতে ওঠবে বিশ্ব ফুটবলের শাসনের দায়ভার? ইউরোপ ফুটবল দুনিয়ায় এমন প্রশ্ন শোনা যাচ্ছে অনেকদিন ধরে।

 

নতুন শাসনকর্তাদের নামের তালিকায় আছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে, মোহামেদ সালাহ, সাদিও মানে, রদ্রিগো, আনসু ফাতি, আরলিং ব্রট অর্লান্দের মতো তারকারা। তালিকাটা বেশ দীর্ঘ। তবে আর্সেন ওয়েঙ্গারের বিশ্বাস, মেসি-রোনালদোর পরে বিশ্ব ফুটবল শাসন করবেন নেইমার ও এমবাপ্পে। বর্তমানে দুই ফরোয়ার্ডই খেলছেন পিএসজি’তে।  

টক স্পোর্ট নামের এক ক্রীড়ামাধ্যমকে এ কথা জানান সাবেক আর্সেনাল কোচ। ওয়েঙ্গার বলেন, ‘এমন আঁটসাঁটো পরিস্থিতি সত্ত্বেও মেসি এবং রোনালদোর মতো এমন সৃজনশীল খেলোয়াড় আমরা দেখিনি। তবে এ দু’জন এখন ক্যারিয়ার শেষ করার পথে। ’ 

কিংবদন্তি ফরাসি কোচ আরও বলেন, ‘এখন পরের প্রজন্মের সময় এবং তারা দু’জনই ফরাসি লিগের। এই মুহুর্তে নেতা হতে পারেন এমবাপ্পে এবং অবশ্যই আমাদের চেনা নেইমার। ’ 

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।