সিপিএল কমিটি এক বিজ্ঞপ্তিতে বলে, ‘গত ৬ মে, গেইলের বিরুদ্ধে আমরা টুর্নামেন্টের নিয়মভঙ্গের একটি অভিযোগ পাই। যেটাতে বলা হয়েছে, গেইল গত ২৭ এপ্রিল একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে।
গেইল তার স্বীকারুক্তিতে বলেন, ‘সম্প্রতি আমি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তিনটি ভিডিও পোস্ট করি। যেখানে আমি আমার পূর্বের ফ্রাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াশ ছাড়ার কারণটা ব্যাখ্যা করি। কি জন্য আমি জ্যামাইকা ছেড়েছি তা তালাওয়াশ সমর্থকদের ব্যাখা করার জন্য ভিডিওটি আমি ব্যক্তিগত উদ্যোগেই বানিয়েছি। আমার ইচ্ছে ছিল, সিপিএল ক্যারিয়ার আমার ঘরের দল জ্যামাইকার হয়ে শেষ করি। আমি বুঝতে পেরেছি যে, আমার এই মন্তব্য সিপিএল ক্রিকেটের সন্মানটা নষ্ট করবে, এটা আমার উদ্দেশ্য ছিলো না। ’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২০১৯ সালে জ্যামাইকা তালওয়াসের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছিলেন ক্রিস গেইল। তবে এক বছর না যেতেই তাকে ছেড়ে দেয় ক্লাবটি। আর এ কারণে কিছুদিন আগে দলটির সহকারী কোচ রামনরেশ সারওয়ানকে দায়ী করে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করেন ইউনিভার্সাল বস।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১৬, ২০২০
আরএআর/ইউবি