ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

বর্ণ বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ১, ২০২০
বর্ণ বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিল বার্সেলোনা বার্সেলোনা

বর্ণ বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বার্সেলোনা। বর্ণবাদকে আরেকটি মহামারির সঙ্গে তুলনা করেছে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়নরা। 

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বৈষম্যের শিকার হয়ে পুলিশের হাতে মৃত্যুবরণ করেছেন জর্জ ফ্লয়েড নামের এক আফ্রিকান-আমেরিকান নাগরিক। এক ভিডিও ফুটেজে দেখা যায়, ডেরেক চোভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ হাঁটু দিয়ে ফ্লয়েডের গলায় চেপে ধরে আছে।

টানা ৮.৪৬ মিনিটের এমন দুঃসহ যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান কৃষ্ণাঙ্গ ফ্লয়েড।  

পরবর্তীতে কৃষ্ণাঙ্গ মানুষকে এমন বর্বোচিত হত্যার জন্য করোনা ভাইরাসের সময়ও বিক্ষোভে উত্থাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের জনগণ।  

এবার সেই ঘৃণ্য বর্ণ বৈষম্যের বিপক্ষে অবস্থান নিয়ে বার্সা। কাতালান ক্লাবটি বর্ণ বৈষম্যকে মহামারির সঙ্গে তুলনা করে তাদের অফিসিয়াল টুইটার পেজে লিখেছে, ‘বর্ণবাদ,  এক ধরণের বৈষম্য যা লিঙ্গ, যৌন প্রবণতা, উৎস বা ত্বকের বর্ণের কারণে মানুষের পদমর্যাদা হানি করে এবং একঘরে করে রাখে। এটা আরেকটা মহামারি যা আমাদের আক্রান্ত করে। বার্সেলোনায়, আমরা এর বিরুদ্ধে লড়াই থামাবো না। এটাই আমাদের অঙ্গীকার। ’ 

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ০১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।