ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

করোনা মুক্ত হলেন নাজমুল ইসলাম অপু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ১, ২০২০
করোনা মুক্ত হলেন নাজমুল ইসলাম অপু নাজমুল হাসান অপু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাজমুল ইসলাম অপু করোনা মুক্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার ৯ দিন পর কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরীক্ষার ফলাফল নেগটিভ এসেছে। শুধু অপু নন তার বাবা এবং মা-ও করোনা মুক্ত হয়েছেন।

বুধবার (০১ জুলাই) অপু নিজেই সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপু বলেন, ‘গত পরশু টেস্ট করতে দিয়েছিলাম।

আজকে একটু আগে রিপোর্ট দিয়েছে। সবারই নেগেটিভ আসছে। আসলে করোনা থেকে মুক্তির অনুভূতিটা বলে বোঝানো যাবে না। এতদিন যে বিষণ্ণতায় ভুগছিলাম, কী হবে বা কী হচ্ছে এটা থেকে মুক্তি পেয়েছি। এই আনন্দটা অন্যরকম। মুক্তির আনন্দ যাকে বলে। ’

গত ২০ জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন নাজমুল ইসলাম অপু ও তার মা বাবা। এরপর বাসা থেকেই চিকিৎসকের পরার্মশ নিয়ে সুস্থ হয়ে উঠেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।