স্টোকসের এমন ফর্ম নিয়ে আলোচনা চলছে পুরো ক্রিকেট বিশ্বে। প্রশংসা ঝরলো ভারতের সাবেক ওপেনার ও আলোচিত ধারাভাষ্যকার আকাশ চোপড়ার কণ্ঠেও।
চলমান ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে স্টোকস ৩৫৬ বল খেলে ১৭৬ রান করেছেন। এটি তার সাদা পোশাকের ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি।
আকাশ চোপড়া বলেন, ‘এই মুহূর্তে আমার মনে হয় সব ফরম্যাট মিলিয়ে বিশ্বের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। শেষ দুই বছরে তার টেস্টের ব্যাটিং গড় ৪৩ ও ওয়ানডের ৫৯। সব ফরম্যাটে তার বোলিং গড়ও অসাধারণ। ফলে কোনো সন্দেহ নেই সেই বর্তমানে সেরা অলরাউন্ডার। ’
এদিকে স্টোকসের প্রশংসা করলেও আকাশ চোপড়ার চোখে তালিকার পরের দুটি অলরাউন্ডারের নাম বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের রবীন্দ্র জাদেজা। যদিও আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এমএমএস