দুবলার চর, শরনখোলা রেঞ্জ, সুন্দরবন থেকে: ভোর হলে দুবলার চরের চারদিক ভরে যায় পাখি আর পাখিতে। মাছের আধিক্য হওয়ায় এদিকটায় পাখির সংখ্যা বেশি।
এর মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে সাদা রঙের একটি পাখি। স্থানীয়রা বলে, এটি হলো বদর কবুতর, বিপদের কাণ্ডারী। কথিত রয়েছে, পীর বদর প্রায় ছয়শো বছর আগে একটি পাথরের ওপর বসে চট্টগ্রাম আসেন। তিনি একটি মাটির আশ্চর্য প্রদীপ জ্বালাতেন। যাকে বলা হতো চাটি। এই চাটি শব্দ থেকেই চট্টগ্রাম বা চাটগাঁও নামের উৎপত্তি। তিনিই প্রথম চট্টগ্রামে ইসলাম প্রচার শুরু করেন।
ধারণা করা হয়, বারোবাজারের দক্ষিণে হাসিলবাগ গ্রামে হাটের নাম, তার নামানুসারে ‘বদরের হাট’ হয়। সুন্দরবনের জেলেদের কাছে পীর বদর প্রসিদ্ধ। নৌকার মাঝিরা ভয়সঙ্কুল নদীপথে তার নাম উচ্চারণ করে থাকেন। ‘আমরা আছি পোলাপান/ গাজী আছে নিঘাবান/ আল্লা নবী, পাঁচপীর/ বদর বদর’।
** দুবলার চরে নাম সংকীর্তন-ভাবগীতে খণ্ডকালীন জীবন
** বাঘের পায়ের ছাপ সন্ধানে ওয়াকওয়ে ধরে দেড় কিলোমিটার
** মংলা পোর্টে এক রাত
** বিস্মৃতির অতলে বরিশালের উপকথা
**‘জোনাকি’ ভরা বুড়িগঙ্গা
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এটি/আরবি/এসএনএস