শুক্রবার (২০ মে) দিনগত রাতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের ঢাকা-দোহা রুটের উদ্বোধনী ফ্লাইটকে অভ্যর্থনা জানানো শেষে বাংলানিউজের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসহুদ আহমেদ।
তিনি বলেন, দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে কাতারে।
আসহুদ আহমেদ বলেন, এখানে কাজের ধরন ও দক্ষতার ওপর শ্রমিকের আয় নির্ভর করে। এখনও আমাদের শ্রমিকরা দক্ষ নয়। এখানে অদক্ষ লোকেরা বেতন কম পান। এখানে আসা শ্রমিকেরা বিশেষ কোনো বিষয়ে দক্ষ হলে কিংবা ডিপ্লোমা বা কোনো ডিগ্রি থাকলে তাদের বেতন অনেক বেশি হতো। কিন্তু এখন সেটা হচ্ছে না।
তারপরও অনেক শ্রমিকের চাহিদা রয়েছে বলে জানান রাষ্ট্রদূত। গত মাসে গড়ে ৭ থেকে ৮ হাজার শ্রমিক কাতারে এসেছে বলেও জানান তিনি।
আসহুদ আহমেদ বলেন, সরকারি হিসাব অনুযায়ী, কাতারে তিন লাখ ২০ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছেন। এখন ডাক্তারের সংখ্যাও রয়েছে অনেক। প্রকৌশলীরাও ভালো কাজ করছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমএন/ওএইচ/এএ
** রিজেন্টে দোহায় প্রথম ফ্লাইটে উৎসবের আমেজ