এবার জানা যাক ক্যাম্পিং করতে যে সব জিনিস না নিলেই নয়।
তাঁবু: ক্যাম্পিংয়ের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো তাঁবু।
ব্যাকপ্যাক: আপনার বহন ক্ষমতা ভেদে ব্যাকপ্যাক নির্ধারণ করুন। যতটুকু আপনি বহন করতে পারবেন ঠিক ততটুকু জিনিসই নিয়ে যাবেন। আপনার সব দরকারি জিনিসপত্র এই ব্যাকপ্যাকে বহন করতে পারবেন।
টর্চ: রাতে আপনার টর্চলাইটের দরকার হবে চলাচলের জন্য। লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত টর্চগুলো পাওয়ারফুল হয় এবং ওজন খুব কম থাকে।
শুকনা খাবার: সাথে কিছু শুকনো খাবার রাখুন। চকলেট, চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট রাখতে পারেন।
পানির বোতল: সাথে পানির বোতল রাখুন। খাওয়া, রান্না, ধোঁয়া-মোছা সব কাজেই পানি লাগবে। আর অবশ্যই নিরাপদ পানি পান করুন।
হ্যামক: আরাম করে দোল খাওয়ার জন্য আপনাকে হ্যামক রাখতে হবে সাথে। এগুলো আকারে খুব একটা বড় না হওয়ার কারণে সহজে বহন করতে পারবেন।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
এএ