ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

অন্যান্য

শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মনোজ্ঞ ডিসপ্লে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মনোজ্ঞ ডিসপ্লে

ঢাকা: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা সেনানিবাসে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের দুই দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান (বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া, ঢাকা সেনানিবাস)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন বেগম ইসরাত জাহান।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় উদ্বোধনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম মনিরুজ্জামান (এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি)।  

ওই দিন বিশেষ অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেগম আরিফা সুলতানা।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০,২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।