নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে হাট ও বাজারগুলোতে বেগুন ও মুলা ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কম হওয়ায় এই সবজি কিনে নিয়ে এখন গরু ও ছাগলকে খাওয়াচ্ছেন স্থানীয়রা।
মৌসুমের শুরুতে এই বেগুন ও মুলা ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হয়। তবে বর্তমানে এ দুটি সবজি সস্তায় মিলছে।
উপজেলার ঢেলাপীর হাটে শনিবার (৫ অক্টোবর) প্রতিকেজি বেগুন ও মুলা ১৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষেত থেকে কৃষকরা বেগুন ও মুলা তুলে বাজারে বিক্রি করছেন। যে কারণে দোকানে এ দুটি সবজির সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি। তাই দাম পড়ে গেছে। মানুষের নিজেরাও খাচ্ছে। তাদের গবাদি পশুদেরও খাওয়াচ্ছে। দোকানিরা এসব বেগুন ও মুলা ১০ টাকা কেজি দরে কিনে ১৫ টাকায় বিক্রি করছেন। আর হাট থেকে বেগুন ও মুলা কিনে শহরের দোকানিরা ২০ টাকা কেজি দরে বিক্রি করে লাভবান হচ্ছেন।
কৃষক মো. জয়েন উদ্দিন জানান, বেগুন ও মুলাতে প্রথমের দিকে দাম মিললেও এখন দাম মিলছে না। বৃষ্টি আর বন্যায় ডুবে যাওয়ার আগেই এসব সবজি তুলে জমি খালি করা হচ্ছে আর কি।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এসএএইচ