ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

বাকৃবিতে রিসার্চ অ্যানিমেল ফার্ম চালু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বাকৃবিতে রিসার্চ অ্যানিমেল ফার্ম চালু ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগে রিসার্চ অ্যানিমেল ফার্ম চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে ভেটেরিনারি অনুষদের মাঠে রিসার্চ ফার্মের উদ্বোধন করেন বাকৃবির ‍উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

পরে বিকেল সাড়ে ৩ টার দিকে টিএসসি কনফারেন্স হলে ভেটেরিনারি অনুষদের লেভেল-৩, সেমিস্টার-২ এর শিক্ষার্থীদের মধ্যে কিটবক্স বিতরণ করা হয়। সার্জিক্যাল কিটবক্সে ২৩ ধরনের ৩০টি যন্ত্রপাতি রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সচ্চিদানন্দ দাস চৌধুরী, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও অধ্যাপক ড. মির্জা আবুল হাসিম।

রিসার্চ অ্যানিমেল ফার্মটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও হেকেপের অর্থায়নে নির্মিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।