ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

গরু ভর্তি আফতাবনগরে ক্রেতা নেই

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
গরু ভর্তি আফতাবনগরে ক্রেতা নেই  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দু’দিন পরই পবিত্র ঈদুল আজহা। কিন্তু এখনও  জমে উঠেনি রাজধানীর আফতাব নগর পশুর হাট।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুতে আফতাবনগর হাট পূর্ণ, তবে ক্রেতাদের তেমন আগমন চোখে পড়েনি।  

বিক্রেতারা বলছেন, গত বুধবার থেকে হাটে গরু আন‍া হলেও এখনও দুই একটা গরু ছাড়া তেমন গরু বিক্রি হয়নি। যেখানে এ সময়টায় প্রায় গরু বিক্রি শেষ হয়ে যেতো।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর আফতাব নগর হাটে গিয়ে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেলো।

সরেজমিনে দেখা যায়, বাজারের পুরোটা নানা প্রজাতির গরুতে ভর্তি। কিন্তু তেমন ক্রেতা নেই হাটে। এবার বাজারে ‍ যশোর, সিরাজগঞ্জ, ফরিদপুর, বগুড়া, পাবনা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে গরু এসেছে হাটে।

ছোট বড় নানা আকারের এসব গরুকে রং-বেরঙে সাজানোও হয়েছে। দেশীয় গরুর পাশাপাশি পাওয়া যাচ্ছে ভারতসহ বিদেশী জাতের গরুও।

পাবনা থেকে ৩৭টি গরু নিয়ে এসেছেন মোক্তার হোসেন। বাংলানিউজকে তিনি বলেন, বুধবার পাবনা থেকে বিভিন্ন আকারের গরু নিয়ে হাটে এসেছেন। কিন্তু শুক্রবার মধ্যরাত আড়াইটা পর্যন্ত একটি গরু বিক্রি করেছি।

এর কারণ প্রসঙ্গে তিনি বলেন, এ হাটে অনেক গরু এসেছে। কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম। আর কিছু কিছু ক্রেতা এলেও ছোট গরুর দিকে তাদের নজর বেশি।

‘মোক্তার হোসেন সর্বনিম্ন সাড়ে তিন লাখ ও সর্বোচ্চ ছয় লাখ টাকার গরু নিয়ে এসেছেন হাটে। ’

বগুড়ার নন্দীগ্রাম থেকে সাতটি গরু নিয়ে এসেছেন মজনু মিয়া। এ হাটে এখন পর্যন্ত সেরা গরুটি তারই। দেশীয় প্রজাতির গরুটির নাম রেখেছেন সোহাগী।

‘ক্রেতারা এর দাম ৮ লাখ ৬০ হাজার টাকা হাঁকলেও এখন পর্যন্ত গরুটি বিক্রি করিনি। ’

ছেলে ও নাতিকে নিয়ে কোরবানির গরু কিনতে হাটে এসেছেন আরিফ হোসেন।

বাংলানিউজকে তিনি বলেন, ঈদের এখনও তিনদিন বাকি। আগে ভাগে গরু কিনলে বাসার সামনে পশু রাখতে সমস্যা হয়। এজন্য গরু দেখতে এলাম।
‘পছন্দ হলে কিনে নেবো, অন্যথায় বোরবারে কিনবো। ’

হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে আফতাবনগর হাটের ব্যবস্থাপনার দাযিত্বে থাকা রইছ উদ্দিন বাংলানিউজকে বলেন, শনিবার থেকে গরু কেনাবেচা বাড়বে। সাধারণত রাজধানীব‍াসী ঈদের একদিন বা দুইদিন আগে কোরবানির পশু কেনেন।

‘তবে এবার এয়ারপোর্ট ও খিলক্ষেতে নতুন হাট বসায় এখানে ক্রেতা সমাগম কিছুটা কমতে পারে। তবে ঈদের আগের দিন আরও বাড়বে। ’

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০,২০১৬
এসজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।