বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় (বিএমডিএ) এসব ডিপ টিউবওয়েল স্থাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিভাবে কম পানি ব্যবহার করে সময় বাঁচিয়ে চাষাবাদ করা যায়, তা নিয়ে গবেষণা হচ্ছে। যাতে পানি কম লাগে আমি সেই ধানের জাত আবিষ্কার করতে বলেছি।
সেচকাচে ডিপ-টিউবওয়েল বসানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মতিয়া চৌধুরী বলেন, কম ডিউরেশন হলে কম পানির ব্যবহার হবে। কিন্তু আমি কি কাউকে জেরা করতে পারি? বরেন্দ্র অঞ্চলে বিএমডিএ এলাকায় যত্রতত্রভাবে নির্বিচারে ডিপ-টিউবওয়েল বসানো হয়েছে। এ নিয়ে কেউ একটি শব্দও উচ্চারণ করেনি। একটি লাইন লিখেও কেউ জানায়নি। এখানে সর্বনাশ হয়েছে, আমরা এ সর্বনাশ রুখবোই। পানির যথেচ্ছ ব্যবহার আমরা চাই না।
বীজ ও কীটনাশক সরবরাহকারীদের সাবধান করে মতিয়া চৌধুরী বলেন, ভালো বীজ কৃষকের হাতে দিতে হবে। তা না হলে তাদের আমরা ধরবো।
অনুষ্ঠানে কৃষি সচিব মো. মইনুদ্দিন আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আরএটি/জেডএম