বুধবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেচ ভবনে কৃষি মন্ত্রণালয়ের আয়োজিত এগ্রিকালচার, নিউট্রিশন অ্যান্ড জেন্ডার লিংকেজেস বেজলাইন স্ট্রাডি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এগ্রিকালচারাল পলিসি সাপোর্ট ইউনিট আয়োজিত এ সেমিনারের কৃষিমন্ত্রী বলেন, বিভিন্ন জাতের ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম দেশ।
এ জিংক সমৃদ্ধ ধান, শিশুমৃত্যুর হার কমাতে সক্ষম জানিয়ে মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। এছাড়া খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সমৃদ্ধ হবে। বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। খাদ্য উৎপাদনে বাংলাদেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জনসংখ্যার অনুপাতে আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও অনেক অগ্রগতি রয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের কাছে স্বল্পমূল্যে কৃষি উপকরণ পৌঁছে দিচ্ছে। আমরা কৃষি বিষায়ক গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।
উৎপাদন বাড়াতে আমরা বন্যা, খরা ও লবণাক্ততা উপযোগী কৃষিবীজ সরবরাহ করা হচ্ছে বলেও জানান মতিয়া চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ২০১৭
আরএটি/ওএইচ/এএ