ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

কৃষিতে বিপর্যয়ের কারণ ও প্রতিকার নিয়ে প্রতিবেশের আলোচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
কৃষিতে বিপর্যয়ের কারণ ও প্রতিকার নিয়ে প্রতিবেশের আলোচনা কৃষিতে বিপর্যয়: কারণ ও প্রতিকার শীর্ষক আলোচনা

ঢাকা: ‘কৃষিতে বিপর্যয়: কারণ ও প্রতিকার’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেছে প্রতিবেশ আন্দোলন। শুক্রবার (২৬ মে) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রতিবেশ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় হাওর অঞ্চলের বর্তমান সংকটসহ সারা দেশে কৃষিখাতের বিপর্যয়ের বিষয়ে আলোচনায়-পর্যালোচনা হবে। প্রতিবেশ আন্দোলনের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করবেন সংগঠনের প্রধান সংগঠক আবুল হাসান রুবেল।

এছাড়া মাল্টিডিয়া প্রেজেন্টেশন হাজির করবেন কেন্দ্রীয় সদস্য তাসলিমা  তাহরীন।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নাদভীর পরিচালনায় মতবিনিময়ে উপস্থিত হবেন অধ্যাপক আহমেদ কামাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রকৌশলী ম ইনামুল হক, শিল্পী অরূপ রাহী, লেখক ও গবেষক পাভেল পার্থ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।