ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

কৃষি

বরিশালের গ্রামীণ লিচুর কদরও কম নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, মে ৩১, ২০১৭
বরিশালের গ্রামীণ লিচুর কদরও কম নয় বরিশালের গ্রামীণ লিচুর কদরও কম নয়-ছবি: বাংলানিউজ

বরিশাল: মৌসুমী ফল আম, কাঠাল, লিচু আর তালে এখন সয়লাব বরিশালের বাজার। দেশের বিভিন্ন অঞ্চলের লাল টকটকে রসালো লিচুর পাশাপাশি বাজারে উঠেছে স্থানীয় গ্রামাঞ্চলের লিচুও।

জিভে জল আসা মধুমাসের এই লিচু রমজানের ইফতারিতেও ভিন্ন স্বাদ এনে দিচ্ছে।

স্থানীয় লিচু ব্যবসায়ীরা জানান, বরিশালের গৌরনদী-আগৈলঝাড়াসহ কয়েকটি উপজেলার গ্রামীণ জনপদে অনেক লিচু গাছ আর কিছু বাগান রয়েছে।

বাণিজ্যিকভাবে লাগানো স্থানীয় এসব লিচুগাছ কেমিক্যাল ছাড়া স্বাভাবিক প্রাকৃতিক নিয়মেই ফল দিয়ে থাকে।

ব্যবসায়ীরা জানান, গ্রামাঞ্চলের লিচু গাছ থেকে পেড়ে ২০টি ও ৫০টি করে আঁটি বেঁধে বিক্রির জন্য বাজারে আনা হচ্ছে।

বর্তমানে গ্রামাঞ্চলের লিচুর কদর বেড়ে যাওয়ায় লিচু প্রতিশ’ আড়াইশ’ থেকে ৩শ’ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

ক্রেতারা জানিয়েছেন, এ লিচু বাইরে থেকে দেখতে লাল টকটকে হয় না, আবার অতোটা মিষ্টিও হয় না, তবে স্বাদে রয়েছে ভিন্নতা।

ব্যবসায়ী রবিন পিপলাই জানান, তিনি গৈলা এলাকার বেশ কিছু বাগানের গাছের লিচু কিনেছেন। স্থানীয় লিচু উত্তরাঞ্চলের লিচুর চেয়ে একটু কম মিষ্টি হলেও এর চাহিদা রয়েছে প্রচুর।

গ্রামাঞ্চলের ওইসব লিচু গাছে বাদুড় ও কাকের উপদ্রপ থেকে রক্ষা করতে লোক দিয়ে পাহারা বসানোর পাশাপাশি বাঁশ কিংবা টিনের তৈরি বিশেষ বাজনা বাজিয়ে উচ্চঃস্বরে শব্দ করেও তাড়ানো হচ্ছে কাক ও বাদুড়। রাতের বেলা লিচু গাছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বৈদ্যুতিক বাতি।

বাংলা‌দেশ সময়: ১০১০ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।