ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কৃষি

লালপুরে পদ্মা নদীতে খাঁচায় মাছের পোনা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
লালপুরে পদ্মা নদীতে খাঁচায় মাছের পোনা অবমুক্ত পানিতে মাছ ছাড়ছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

নাটোর: নাটোরের লালপুর উপজেলার রামকৃঞ্চপুর দামোস এলাকায় উন্মুক্ত জলাশয়ে ৬৬৬ কেজি রুই, কাতলা ও মৃগেল এবং পদ্মা নদীতে ভাসমান খাঁচায় ৩৫০ কেজি তেলাপিয়া মাছের পোনা ছাড়া হয়েছে। 

রোববার (২৬ নভেম্বর) দুপুরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পোনা ছাড়েন।  
 
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসহাক আলী, নাটোর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, লালপুর উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমুখ।



লালপুর উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, চলতি ২০১৭-১৮ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা মাছ অবমুক্তকরণ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে প্রায় দুই লাখ টাকার এসব পোনা ছাড়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।