পঞ্চগড়ের বাদামের ক্ষেতের দিকে তাকালে মনে হয় যেন সবুজের চাদর বিছিয়ে দেওয়া হয়েছে চারিদিক। নদীর পরিত্যাক্ত চর এখন আর পড়ে নেই।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ও বোদা উপজেলায় বাদাম চাষ কৃষিতে নতুন বিপ্লব এনেছে। বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গামের বাদাম চাষি তবিবর রহমান বাংলানিউজকে বলেন, প্রতি বিঘা জমিতে ৫/৬ হাজার টাকা খরচ করে এবং অল্প পরিশ্রমে বাদাম চাষে ভালো আয় করা যায়। প্রতিমণ বাদাম ১৮শ’ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হয়।
দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট সেনপাড়া গ্রামের বাদাম চাষী নরেশচন্দ্র সেন বাংলানিউজকে বলেন, সরকারিভাবে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দিলে জেলার কৃষকরা বাদাম চাষে আরও ঝুঁকবে।
পঞ্চগড় জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মো. সামছুল হক বাংলানিউজকে বলেন, চলতি বছর জেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ঢাকা-০১, বিনা বাদাম, বারী ৩ ও ৪ জাতের বাদাম চাষ হয়েছে। এ বছর দেবীগঞ্জ ও বোদা উপজেলায় বাদাম চাষ ভালো হয়েছে। কৃষকরা ভালো দাম পেলে আগামীতে বাদাম চাষ আরও বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এনটি