ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

কেরানীগঞ্জে কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ 

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
কেরানীগঞ্জে কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ  কৃষকের হাতে বীজ ও সার তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কৃষি প্রণোদনার আওতায় কেরানীগঞ্জে এক হাজার ৫৫৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বুধবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়।

এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকরর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ  উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফখরুল আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফখরুল আলম বাংলানিউজকে বলেন,  ১৫৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ২ কেজি ভুট্টা বীজ ও বিটি বেগুনের বীজ বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।