উপজেলার কাদিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ফজুমিয়ারহাট বাজারের পূর্বপাশে অবস্থিত। প্রায় ১০ বছর আগে এটি নির্মিত হয়।
নানা সেবার জন্য উপযোগী করে চর কাদিরা ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ করা হয়। কিন্তু ভবনটি কারও কল্যাণে আসছে না। ফজুমিয়ারহাট বাজারের পুরনো ভবনটিতে চলছে পরিষদের কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা জনগণ।
স্থানীয়রা জানান, ইউনিয়নের নয়টি ওয়ার্ডের হাজার হাজার জনগণের কথা বিবেচনা করে সবার জন্য সুবিধাজনক স্থানে কার্যালয়টি নির্মাণ করা হয়। যাতায়াতের জন্য রয়েছে ভালো ব্যবস্থা। তবুও ওই কার্যালয়ে কোনো কার্যক্রমই নেই। চেয়ারম্যান ও পরিষদের সদস্যের খেয়াল-খুশি মতো চলছে পুরনো ভবনে সব কার্যক্রম।
চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, নতুন ভবনটি নির্জন-নিরিবিল এলাকায়। এছাড়া বিদ্যুৎ না থাকায় ভবনটি ব্যবহার করা যাচ্ছে না।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমতিয়াজ হোসেন বলেন, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এসআর/আরআর