ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ফুলবাড়ীতে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
ফুলবাড়ীতে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১৭০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) বেলা ১২টায় ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদফতরের কার্যালয়ে এসব বিতরণ করা হয়।  
চলতি অর্থবছরের খরিপ-১ মৌসুমে সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।



ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদফতর দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক ড. মাহাবুবুর রহমান।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তৌহিদুল ইকবাল।  

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিম আশরাফ, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবিউল ইসলাম, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, শিবনগর ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, উপজেলা প্রকৌশলী মো. শহিদুজ্জামান।  

অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. রুম্মান আকতার।  

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতি একজন কৃষকের মধ্যে ৫ কেজি ধানের বীজ, ডিএমপি ১৫ কেজি, এমওপি ১০ কেজি বিআর-২৬, ব্রি ধান-২৮, ব্রি ধান-৪৮, নেরিকা-১০, নেরিকা মিউটেন্ট জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।