ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ন্যায্যমূল্যের দাবিতে ধান গাছে আগুন দিয়ে প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
ন্যায্যমূল্যের দাবিতে ধান গাছে আগুন দিয়ে প্রতিবাদ ধান গাছে আগুন দিয়ে প্রতিবাদ। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কে বোরো ধান গাছে আগুন দিয়ে প্রতিবাদ করেছে জয়পুরহাট কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। 

বুধবার (১৫ মে) বেলা ১২টার দিকে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের প্রধান সড়কে এ প্রতিবাদ জানানো হয়।  

এর আগে, একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের বাটার মোড় থেকে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা বাসদের আহ্বায়ক অধ্যক্ষ ওয়াজেদ আলী পারভেজ, জেলা বাসস মার্কসবাদের আহ্বায়ক ওবায়দুল্লাহ মুসা, জেলা কমিউনিস্ট লীগের আহ্বায়ক মাহমুদুল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ১৫ মে, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।