বুধবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় সদর খাদ্যগুদামে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন।
এরআগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অব্দুস সাত্তার মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এবার জয়পুরহাটের পাঁচ উপজেলায় ৬৫৩ মেট্রিক টন আতপ চাল, দুই হাজার ১৪ মেট্রিক টন ধান ও ২১ হাজার ৪১৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
জিপি