বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের রঙমহল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা কৃষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, জেলা কৃষক সমিতির সদস্য নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।
মানববন্ধন থেকে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু, সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় এবং দালালদের দৌরাত্ম ও দুর্নীতি বন্ধের দাবি জানান বক্তারা।
কর্মসূচি শেষে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসআরএস