ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

কৃষি

১-২ জুন খোলা থাকবে ধান-চাল সংগ্রহ কেন্দ্র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, মে ৩০, ২০১৯
১-২ জুন খোলা থাকবে ধান-চাল সংগ্রহ কেন্দ্র

ঢাকা: চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে আগামী ১ ও ২ জুন খাদ্য অধিদপ্তরের আওতাধীন সংগ্রহ কেন্দ্রসমূহ খোলা রাখতে নির্দেশ দিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম। 

বৃহস্পতিবার (৩০ মে) খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে সংগ্রহ কেন্দ্রসমূহ খোলা রাখতে এ নির্দেশ দেওয়া হয়।  

আদেশে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বন্ধের দিনগুলোর পূর্বে আগামী ৩ জুন কার্যদিবস রয়েছে।

ঈদপূর্ব সময়ে আগ্রহী কৃষক/মিলারগণ যেন সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য অধিদপ্তরের সংগ্রহ কেন্দ্রসমূহে তাদের পণ্য (ধান, গম, চাল) বিক্রি করতে পারে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।