সোমবার (১৬ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এআইপি ২০২০ নির্বাচনের জন্য নির্ধারিত আবেদন ফরম ও এআইপি নীতিমালা ২০১৯ কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.moa.gov.bd, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dae.gov.bd, কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইটে www.ais.gov.bd পাওয়া যাবে।
এছাড়া এআইপি ২০২০-এর নির্ধারিত আবেদন ফরম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে।
আগ্রহী ব্যক্তিকে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি ২০২০-এর মনোনয়ন ফরম ও নিয়মাবলী সংগ্রহ করে তা পূরণ করে ১৪ এপ্রিলের মধ্যে উপজেলা কমিটির কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উপজেলা কমিটি প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইয়ের পর ৩০ এপ্রিলের মধ্যে জেলা কমিটির কাছে পাঠাবে। জেলা কমিটি ১৫ মের মধ্যে তা কৃষি মন্ত্রণালয়ে পাঠাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফল কৃষক ও ভালো উৎপাদনকারীকে সিআইপির আদলে এআইপি পুরস্কার দেওয়া হবে। এআইপি অ্যাওয়ার্ডপ্রাপ্তরা সিআইপির মতো সুযোগ-সুবিধা পাবেন। নিম্নোক্ত পাঁচটি বিভাগে সবোর্চ্চ ৪৫ জন ব্যক্তিকে এআইপি ২০২০ হিসেবে নির্বাচন করা হবে। এগুলো হলো- কৃষি উদ্ভাবন (জাত/প্রযুক্তি), কৃষি উৎপাদন/বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদন, স্বীকৃত বা সরকার রেজিস্ট্রিকৃত কৃষি সংগঠন ও বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক প্রাপ্তরা।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
জিসিজি/আরবি/