সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে কৃষক সিরাজুল হকের দেড় বিগা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন সংসদ সদস্য ডা. দিলিপ। এ কাজে তার সঙ্গে প্রায় ৫০ জন নেতা-কর্মী অংশ নেন।
ধান কাটায় অংশ নেন- পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদু, নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মাহফুজুল হক টিপুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে লকডাউন নরসিংদী। বোরো মৌসুম শুরু হওয়ায় শ্রমিক সংকটে দিশেহারা কৃষক। এক স্থান থেকে অন্যস্থানে শ্রমিকরা যেতে না পারায় পাকা ধান ঘরে তোলা নিয়ে চিন্তিত কৃষক।
কৃষক সিরাজুল হক বাংলানিউজকে বলেন, করোনা মহামারিতে হাতে টাকা ছিলনা, আবার শ্রমিকও খুঁজে পাচ্ছিলাম না। এমন মুহুর্তে আমার দেড় বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারু আশরাফ খান দিলিপ। এমপি নিজে এসে আমার ধান কেটে দিবেন এটা কখনো ভাবিনি। আমার খুব আনন্দ লাগছে।
ধান কাটার বিষয়ে জানতে চাইলে এমপি ডা. আনোয়ারু আশরাফ খান দিলিপ বলেন, করোনা ভাইরাসের মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় আমরা যেন কৃষকের পাশে দাঁড়াই। সঠিক সময়ে কৃষক ঘরে ধান তুলতে না পারলে খাদ্য সংকট দেখা দিতে পারে। এ মুহুর্তে কোনো শ্রমিক নেই যে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেবে। তাই আমিসহ আমার আওয়ামী লীগের নেতা কর্মীরা কৃষকদের ধান কাটা শুরু করেছি। ধান কাটা কার্যক্রম অব্যহত থাকবে। পলাশের প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান থেকে শুরু করে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন সব কৃষকের ধান কাটায় সহযোগিতা করে। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে ধান কাটা শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এসআরএস