ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

কৃষি

বড়াইগ্রামে ৩৫০ কৃষকের মধ্যে বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
বড়াইগ্রামে ৩৫০ কৃষকের মধ্যে বীজ বিতরণ কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হচ্ছে

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে ৩৫০ জন কৃষককে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি প্রণোদনার আওয়ায় সোমবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ তুলে দেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস (এমপি)।  

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্তকর্তা ফারজানা তাসনিম ও রাজীব হুসাইন প্রমুখ।  

একই অনুষ্ঠানে ৩৩০ জন পাট চাষিকে প্রণোদনার কিটনাশক ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি পরিষদ চত্বরে মুজিববর্ষ উপলক্ষে একটি কাজু বাদামের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।