ঢাকা: ফুল চাষি ও উদ্যোক্তাদের ঋণসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরের উদ্যোক্তা দেলোয়ার হোসেনের টিউলিপ ও স্ট্রবেরি বাগান পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, টিউলিপ বিদেশি ফুল। আজকে বাংলাদেশেও বিভিন্ন রঙের টিউলিপ চাষ হচ্ছে, এটি খুব আনন্দের ও সম্ভাবনার। দেশে এ ফুলের বাজারজাত করতে হবে এবং বিদেশে রপ্তানি করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।
উদ্যোক্তাদের সরকার কী সহযোগিতা দেবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, করোনার ক্ষতি মোকাবিলায় সরকার মাত্র ৪ শতাংশ সুদে কৃষি ঋণ দিচ্ছে। তাছাড়া কিছু চিহ্নিত ফসলেও ঋণ কার্যক্রম চালু আছে। ঋণের পাশাপাশি চাষি, প্রক্রিয়াজাতকারী ও উদ্যোক্তাদের অন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এমআইএইচ/আরবি