মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামে বোরো নমুনা ফসল কাটা শুরু হয়েছে। বোরো নমুনা ফসল উৎপাদন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
বুধবার (৭ এপ্রিল) নতুন বছরের বোরো নমুনা ফসল কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী জানান, এবছর বোরো ধানের উপযোগী আবহাওয়া থাকার ফলে বোরো আবাদে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। এবছর কৃষকের মুখে ফুটেছে হাসি। আশা করছি এ বছর প্রায় ৬০ হাজার মেট্রিক টন বোরো ধানের উৎপাদন হবে।
কৃষকদের আশ্বাস দিয়ে ডিসি মীর নাহিদ আহসান বলেন, মৌলভীবাজার জেলায় করোনা মহামারি কালে হাওরাঞ্চলের কৃষকরা যাতে সময় মতো ফসল কেটে ঘরে তোলতে পারে তার জন্য জেলা প্রশাসন কৃষকদের পাশে থাকবে। কৃষকরা যেন ধানের ন্যায্যমূল্য পান, সেদিকে জেলা প্রশাসন সবসময় তদারকি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) কাজী লুৎফুল বারী, রাজনগরের সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
বিবিবি/আরআইএস