ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

হবিগঞ্জে কৃষিযন্ত্রে সরকারের ভর্তুকি সোয়া ৮ কোটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
হবিগঞ্জে কৃষিযন্ত্রে সরকারের ভর্তুকি সোয়া ৮ কোটি ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: প্রায় ৮ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা ভর্তুকি দিয়ে হবিগঞ্জে ৫৪টি ধান কাটার যন্ত্র বিতরণ করছে সরকার। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এগুলো বিতরণ করা হচ্ছে।

কৃষি বিভাগ জানায়, হবিগঞ্জে নয়টি উপজেলায় ৪২ জন কৃষকের মধ্যে ৪২টি কম্বাইন হারভেস্টার ও ১২ জনের মধ্যে ১২টি রিপার বিতরণ করা হচ্ছে। প্রতিটি কম্বাইন হারভেস্টার প্রায় ২৮ লাখ ও রিপারের মূল প্রায় ১ লাখ টাকা হিসেবে ৫৪টি যন্ত্রের মূল্য ১১ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে ৭০ শতাংশ হিসেবে ৮ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। বাকি টাকা দেবেন কৃষকরা।

রোববার (১১ এপ্রিল) হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৪টি যন্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন রুবেল। এতে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমপি আবু জাহির বাংলানিউজকে বলেন, ফসল কাটার মৌসুমে দেশে শ্রমিক সংকট থাকে। ফলে ফসল কাটতে কৃষকের বাড়তি টাকা ব্যয় করতে হয়। এতে ফসলের খরচ বেড়ে যায়। এ সমস্যা সমাধানে কম্বাইন হারভেস্টার ভূমিকা রাখবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খান বাংলানিউজকে বলেন, কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কাটা ও মাড়াই একসঙ্গে হয়। এতে কৃষকের অনেক সময় বেঁচে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির আশঙ্কা কমেছে। ধান কর্তনের মূল্যও কমেছে আগের চেয়ে অনেক। সরকারের এ উদ্যোগের ফলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।